Law

কারফিউ (Curfew) বা সান্ধ্য আইন কি?

By     Khandker Shamim        Comment (0)

১. কারফিউ (Curfew) বা সান্ধ্য আইন কি?
এট এমন এক ধরনের আইন যেখানে কোন একটি নির্দিষ্ট সময়ের জন্য বিশেষ ধরনের কর্মকাণ্ডকে নিষিদ্ধ করা হয়।
বিশ্বের বিভিন্ন দেশে এ কারফিউ বা সান্ধ্য আইন রয়েছে। বাংলাদেশে Special Power Act-1974 (বিশেষ ক্ষমতা আইন; ১৯৭৪) এর ধারা ২৪(১) অনুযায়ী সর্বপ্রথম বাংলাদেশে জারি করা হয়।
২. এই আইন কে জারি করতে পারেন?
জেলা প্রশাসনের ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট এবং মেট্রোপলিটন এলাকার ক্ষেত্রে পুলিশ কমিশনার সরকারের নিয়ন্ত্রণ সাপেক্ষে আদেশ জারিকরতে পারেন।
৩. কারফিউ এর নিয়ম কি?
কারফিউ জারি থাকার সময় যেকোনও বিশেষ লিখিত অনুমতি ছাড়া কেউ ঘরের বাইরে যেতে পারবে না।
৪. আইন লঙ্ঘনে সাজা কি?
Special Power Act-1974 এর ধারা ২৪(২)অনুযায়ী এই আইন লঙ্ঘন করলে ১ বছরের কারাদণ্ড বা জরিমানা, বা উভয় দন্ডের বিধান রয়েছে।
৫. বাংলাদেশে কতবার কারফিউ জারি করা হয়েছে?
এখন পর্যন্ত সর্বমোট ৪ বার কারফিউ জারি করা হয়েছে।
১ম- ১৯৭৪ সালে
২য়- ১৯৯০ সালে
৩য়- ২০০৭ সালে
৪থ- ২০২৪ সালে।
৬. কারফিউ আর ১৪৪ ধারা কি একই রকম?
না, ১৪৪ ধারা জারি করা হয় ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ধারা ১৪৪ অনুযায়ী।

এই আইন জারি হলে সবাইকে বাড়ির ভেতরে থাকার আদেশ দেওয়া হয়ে থাকে। কারফিউ দেওয়ার কারণ হলো, কেউ যেন ঘরের বাইরে জমায়েত হয়ে আবার কোনও অশান্তি বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।

Comments (0)

Leave a Comment

You need to log in to make a comment. Click Here to Log In....

Coder's Hat All Rights Reserved